আমি কী তোমাকে করবো তুলনা
চিরবসন্তের সাথে;
কোকিলের কুহু ধ্বনির করতালের
কত না মধুর সুরে।
তুমি যে আরো সুন্দর
আরো মনোরম;
তোমাকে আমি করবো না তুলনা
পাতাঝরা গ্রীষ্মের সাথে
যখন হারায় কত যে
সুন্দর ফুলের বিলাসিতা।
আমি কী করবো তুলনা তোমাকে
শীতেমোড়া কুয়াশার চাদরের সাথে
ভোরের সিক্ত সবুজ ঘাসের
ডগার শিশির বিন্দুর সাথে।
এইসব কোনো কিছুই
হার মানাতে পারবে না তোমাকে-
তুমি এর চেয়ে আরো মধুর
আরো সুন্দর;
পৃথিবী থাকবে যতদিন
যখন বাঁচবে মানুষ
আর নতুন জীবন দেবে তোমাকে
যখন চোখের তারায় দেখবে সকলে
অমরত্ব দান করবে তোমাকে
এই কবিতার লাইনে।।


   ২৯/০৪/২০২০