যেখানে যত সবুজ, সাধারন, পায়ের তলার জমি আছে,
সব মুড়ে যাবে সুন্দর সুন্দর মার্বেলে।
গাছের পাখি রুপান্তরিত, সংরক্ষিত, শোভিত, ম্যুরাল এ।
টেরাবাইট ফোল্ডারে শুধু জমা হতে থাকছে
থাকে থাকে জ্ঞান যোগাড়ের অহংকার,
নিজেকে শিক্ষিত করে তুলতে নয় আর।
অনুধাবন নয় আর, 'ফরোয়ার্ড' করাতে মগ্ন আজ এ পৃথিবী।


দাঁত বে-র করে সবাই সবার দিকে তাকিয়ে
হাসছে স্মার্টফোন স্ক্রিনে।
মুখোমুখি নেই কেউ, নেই কোনোও বিতর্ক আর।
সবার বুকের সুপার সিক্রেট হিংসা,লোভ, ফায়ার ওয়ালে সুরক্ষিত।


পিছলে যায় মুখে, সৌজন্য-সাধনার আর দেখন হাসির মোম পালিশ।
মধ্য মেধার চাষে এখানে সবাই সবাই কে,
কী সুন্দর "হ্যাঁ হ্যাঁ" করে চলেছে।
কোনো খারাপ-ভালো বিচার নেই আর।
সবাই বেশ সুখে, শান্তিতেই আছে।