মন ভাসিয়ে দিস একদিন,
যদি মন না লাগে কোনো কাজে।
পেরিয়ে যাস তুই সব কিছু প্রাণহীন,
যদি কোনো সুর এসে বুকে তোর বাজে।


সোনাঝরা দিনগুলো ডেকে নিস কাছে,
ডুবে যাস স্মৃতির পাতায় একবার।
মনের ঠিকানায় ভালো, যা কিছু আছে,
ঝাঁকিদর্শনে তুই দেখে নিস বার বার।


আসে খুশী, আসেই বিষাদ সিন্ধু,
সহজেই মানে বুঝিস তুই এই জীবনের।
নিজের চেয়ে আন্তরিক হয় না যে কেউ বন্ধু,
আছে বিলীন হয়ে সাথে, যাবেও সাথে মরনের।