কবি শ্রীজাত
কবিবর, দোহাই আপনাকে।
কবিতা লিখুন, নাটক নয়
আপনি জানেন মানুষের মনের ভাষা
মন থেকে আরো গভীরে মননে যাক
আপানার কবিতার অপুর্ব  ব্যঞ্জনা।


প্রতিবাদ তো কবিতারই এক ভাষা
নটরাজের ত্রিশূলেই নয় তা ঝলসে উঠুক
ফ্যামিলি প্ল্যানিং থাকুক ফ্যামিলিতেই!


সকল ধর্মের সকল মৌলবাদ ই নিপাত যাক,
বাছাই কোনো ধর্মের নয়।
নিজের পায়ে পেরেক পুঁতে
অন্যেকে যন্ত্রণা ভোলানো যায় কি কবি?
শুধু আরো আরো প্রচার পাওয়া যায়।


রাজনৈতিক ভাবে নির্ভুল কথা বলুক কেবল রাজনৈতিক রা।
কবিকে মানায় না।
কবিতার বিষয় :
স্যোসাল মিডিয়া, কি খবর কাগজের হেডলাইন নয়।
কবিবর কবিতা লিখুন, নাটক নয়।