পথ চেয়ে চেয়ে সেই কতদিন গেছে,
বসন্ত হেসে, গেছে ঝরে কত।
আজ যেন সব স্বপ্ন হয়ে আছে,
স্মৃতি মাখা খড়কুটো নিয়ে ওরা যত।


তবু কে আস তুমি, বুক কি আশায় বেঁধে,
ঘিরে এক জনমের মায়া নিয়ে সাথে।
অদেখা মুখের সারি চলে যায় সেধে,
অচেনা অনেক নাম নিয়ে গেয়ে পথে।


যত্নে সাজানো ছিল সেই বীণা,
তার ছিঁড়ে তবু সুর লেগেছিল মনে।
কত বেদনার ভাষা ছিল তার জানা,
মেঘ এসে,কত বরষার গান, গেয়ে গেল বনে বনে।