টাপুর টুপুর বৃষ্টি নূপুর,
কাজ ফেলে আজ ভীজছে দুপুর।
এমন একটা দিন চলে যায় অলস মেঘে ভেসে।


ঝিরঝিরে ঝির ঝরার বেলা,
মনে শত রাগ-রঙের মেলা।
প্রাণের আবেগ নিয়েছে ছুটি বেহাগ বিকেল শেষে।


ভুলেছিলে তুমি সে দিন আমায়,
তবু কত নদী গেল: মিশে মোহনায়!
যাওয়ার আগেই যেতে যদি হয় যেওনা হাসি হেসে।


বিদায় জানাতে পারিনি আজো,
রোজ সাঁঝে তাই তুমিই সাজো।
ঝিলমিল নীল মন যে আমার তোমায় ভালোবেসে।