তোমার কারণ কাঁদলো তারা,
টুটলো যাদের বাড়ি,
তোমার জন্যে এখনও যারা
রয়েছে ঘর ছাড়ি,
গর্তে পড়ে, বোলাও আজ
তাদের মাথায় হাত!
কিন্তু এতে মিটবে কী?
তোমার অপরাধ!


যাদের তুমি ভয় দেখালে
যাদের ভাঙলে মাড়ি
যাদের ওপর চালালে তুমি
ক্ষমতার তরবারি
ক্ষমতার তেজে অন্ধ হয়ে
যাদের কাড়লে সুখ
ক্ষমতার রাশ আলগা হতেই,
হাজির নাটুকে অসুখ?
হাজির ম্লান মুখ?


আজ দর্পগুলো কোথায় গেল?
কোথায় সেই তেজ?
আজ গগনচুম্বী ক্ষমতাকেও
গোটাতে হচ্ছে লেজ?
অদ্ভুত ইমেজ!
সত্যি! অদ্ভুত ইমেজ!


অহংকারের পতন হবেই
দ্রুত কিংবা ধীরে
পতন তোমার লেখাই ছিল
তোমার ব্যবহারে।
হয়তো, তোমার থেকেও অসভ্যরা
বসবে ক্ষমতায়
তাই বলে কী ভুলে যাবো
তোমার অন্যায়?


তোমার পাপের ঘড়া
যে আজ কানায় কানায় পূর্ণ
দর্প তোমার চূর্ণ হবে
হতেই হবে চূর্ণ।
আস্তাকুঁড়ে পড়লে পরে
তোমার অহংকার
চলবে না আর; চলবে না আর
তোমার হুঙ্কার;
ধ্বংস ঠিক হবেই হবে
তোমার অহংকার।
হিটলারও পার পায়নি
তুমিও পাবেনা পার;
ধ্বংস ঠিক হবেই হবে
তোমার অহংকার।