পথে যেতে যেতে গু - গোবরে আমাদের চোখ পড়ে
কিন্তু পথের ধারে প্রতিদিন কত শৈশব রোদে পোড়ে?
তারা কী কোনোদিন এসেছে নজরে?
না! না! না! তারা আমাদের চোখে পড়ে না;
শুধু  গু - গোবরে চোখ পড়ে।


প্রতি ভোটে মিথ্যে ভাষণে আমাদের মন গলে
কিন্তু ভাঙা সড়ক, নিরাপত্তাহীন পথ কিংবা ভাঙা কলে;
কোনোদিন কী পড়েছে নজর?
না! না! তাতেও আমাদের নজর পড়ে না;
কিন্তু গু - গোবরে চোখ পড়ে।


অপরের জিনিস দেখে আমাদের লালসা ঝরে
কিন্তু তাকে রাখা ধুলোমাখা পুস্তক, দাবার ছক বা নিজের ঘরে;
শেষ কবে নজরে এসেছিল ভালো করে?
না! না! না! সেসব এখন মনে পড়ে না;
শুধু গু - গোবরে চোখ পড়ে।


আজ ধর্ম বা জাতির বিষে; আমরা ভাগ হচ্ছি ভিন্ন দলে
কিন্তু রাজনীতি,যখন সেই বিষে মানুষ কাটে; নানা ছলে,
আমাদের কী টনক নড়ে?
না! না! কখনও টনক নড়ে না;
কিন্তু গু - গোবরে চোখ পড়ে,
......শুধুই গু - গোবরে চোখ পড়ে।