১ ।।
লাস্ট সেনসাস রিপোর্ট নাকি বলছে,
বেশীরভাগ মানুষ এখনো সাপ দেখে ভয় পায় !


এ শুনে অট্ট হাসিতে ফেটে পড়া ছাড়া
আর কোনো উপায় আমার কাছে ছিল না।
কিংকোবরা থেকে র‍্যাটল্‌ স্নেক যখন এবেলা ওবেলা
ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তখন ...


এই তো সেদিনও দেখলাম,
আমাদের পাড়ার পরিচিত নিরীহ যুবকটি
হঠাৎ করে সাপ হয়ে গেল !
আর প্রথম ছোবল দিল তার বেচারি প্রেমিকাটিকে ...


কাঁদতে কাঁদতে মেয়েটি একবার আমার কাছে এসেছিল।
আমি আমার টয়লেট থেকে দুটো কেউটে এনে
তুলে দিলাম ওর হাতে ।


২ ।।
বাউল গান শেষ হল গভীর রাতে।
বাড়ি ফিরছিল গ্রামের যত ছেলে-বউ-মেয়ে-বুড়ো।
এদিকে আবার চোরের উপদ্রব খুব বেশী,
ফাঁকা গ্রাম ওদের স্বর্গরাজ্য,
তাই বেশীরভাগ বাড়িই কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা।


তবে, গ্রামের ওদিকে থাকা কিছু বাড়ির দরজায়
এখনো তালার রেওয়াজ পড়ে নি!
সবাই ভাবে ওগুলোই বোধহয় চোরদের বাড়ি।


রাত আরও গভীর হলে সেসব হা খোলা বাড়ি থেকে
বিদেশী ভক্তিগীতি শোনা যায় ...