শারীরিক দোষে যারা এখনও দুঃখ দেখেনি,
যারা ঠিক মায়া নয়, ক্ষমতার নররূপ দেহ
তাদের দুহাত ভরে জীবন দিয়েছ, এই তুমি...
ভয়, শুধু ভয় পেয়ে দস্যুকে করেছ সমীহ


আমি ঠিক আমি নই, তুমি ঠিক তুমি নও, জানি
আদ্দেক প্রাণ নিয়ে বেঁচে আছ জ্যান্ত শরীরে
আর কিছু কালো আশা হাতে লেপে নিয়ে, তর্জনী
এগিয়ে দিয়েছ কিছু তামসিক বোতামের ভিড়ে ...


তারপর উড়ে যেও, ডানা নিয়ে, মাটি নিয়ে, নিচে
যেখানে পাতাল আছে কিংবা হীরকরুপী দ্যুতি
সেখানেই প্যারাসুটে নীহারিকা ক্ষনিক থামিছে ,
- 'এবারের মত যেন ক্ষমা হয় ত্রুটি বিচ্যুতি...'


আশা নিয়ে ক্ষমা নিয়ে আবার লাইনে আসো তুমি
হাজার বছরে শুধু এখনও সূর্য দেখোনি ...