তোমাকে বোঝার শক্তি এ জীবনে হল না আমার
পদ্যের সুবাস হয়ে ছড়িয়েছ ভেতরে বাহিরে
যেন এক সূক্ষ্ম সুতো, না থাকলে হবে না বুনন
কথা স্রোতে লেগে আছো এ দীনের আত্মাকে ঘিরে


বেড়েছে হিউমিডিটি, চাপ চাপ জল ভেজা ঘরে
মাটির দেয়াল জুড়ে কাদাদের নিশীথ যাপন
তবুও গৃহই চাই, ওগো, তুমি ভালোবাসো এসে
দেখি বা না দেখি আমি এ প্রেমের কুয়াশা জীবন