চিল  কাকেরে বিলোব দেহ
মৃত্যুর বাদে ,
আগুন  যজ্ঞে পোড়াব শরীর
কিসের সুবাদে ?
যে শরীর হয়েছে স্ফীত
গিলেছে অন্য জীবেরে,
সেই শরীর কামড়ে খাবে তারা
সুখে নিবীরে।  
কঠোর ঠোঁটে প্রথম চুমুক,
ছিড়বে আমিষ আবরন
মেদ ভেদে মাংসপিন্ড,
আর প্রথম গ্রাস গ্রহন।
আরাম আয়েসের দেহভোজ শেষে
বাকি আছে যা রদ্দি,
উচ্ছিষ্ট অবশিষ্ট, হাঁড় পাঁজর হাড্ডি।
কবর চিতায় নাই বা হলাম পঞ্চভূতে বিলীন,
উদর-ফানুসের লবনাম্লে পীষে যাওয়াই সমীচিন।
ধন সম্পদ লুটে খাবে কুটুম্ব
আপাদমস্তক কাক,
নব বস্ত্রের গন্ধ মাখাতে, হবে আবার পুনরজন্মের ডাক।
দাড়ি-পাল্লার মাপে ভারি পাপ, গোল্লার ভাগে পুন্য,
এক জনমের অন্ক কষা শেষে,
অন্তিম ফল শূন্য।
শূন্যে আবার গোঁজা হবে লেজ
গেজিয়ে উঠবে প্রান,
জানিনা ধম্মে বেদ-বাক্য, নাকি চার বেলার আঝান।
জানিনা ধম্মে হিন্দু হব আবার, নাকি হব মুসলমান।  


চিল  কাকেরে বিলোব দেহ
মৃত্যুর বাদে ,
আগুন  যজ্ঞে পোড়াব শরীর
কিসের সুবাদে ?