আজ  দরজার পাটে অস্হায়ী এক টুকরো খিল দিয়েছি
আজ জানালার পর্দা মুচড়িয়ে তাতে আলো-ছায়ার ভাঁজ একেছি
তুমার আসার সব পথ খুলে দিয়েছি আজ
শুধু তুমার আসার অপেক্ষা
তুমি আস,   হাওয়া তুমি আস…


তুমার জ্ন্য একটা ভুতূরে  রাত আমি ধাঁর করেছি
তুমি খেলবে বলে , চার দেয়ালে , পেরেক গেঁথে
তাতে ঝুলিয়েছি কেলেন্ডার
Back-up এ  stand by রয়েছে আরো কিছু ঢাঁকা , কিছু ফাঁকা , হেঙ্গার……
তুমার চলার পথে, মাটি ভিজিয়ে তাতে সুগন্ধ মেখেছি
তুমাকে challenge দিতে , আামি খোলা  ব্যালকনিতে,  গা এলিয়েছি
ন্যাঁ …….!!!!!!    আাজ শুনবনা কোনো হিতপোদেশের বারন ,
কারনেই হোক, বা হোক অকারন
চোখের ছবিতে কালো রঙ্গ ঢেলে, আজ সব অভিশপ্ত প্রেতআত্মাদের  নেমনতন্ন করেছি
তাদের জলসায় শয়তানের পূজো করেছি
তারা আমার হয়ে লড়বে …
আজ তুমার শক্তি পরীক্ষা হবে, দেখি যুদ্ধে কে হারে
থাকুক তুমার   সৈন্য কাতারে কাতারে
দেখি তুমার কত জোড়
তুমি আস, হাওয়া তুমি আস…


আস……, আমার  চার  দেওয়ালের  ঘরে এসে
গ্লাস-জলে লবনের মতো গলে যাও ৷
পাকস্হলীর অম্ল-নাচের মতো ,
আমার চারিদিকে ,আমাকে ঘিঁরে তান্ডব নাঁচাও


তুমি ছোট-বড়ো , সবুজ কালো পাতায় বাঁশি বাজিয়ে,
ছিটকিনি খোলা জানলার ; কপাটের দোলায় ঢোল  পিটিয়ে
আমার সারা শরীরে আলতো শ্পর্ষ মেখে ,
বয়ে যেও আমার পাশ কাটিয়ে…
তবও তুমি আস,
তুমি আস, হাওয়া তুমি আস…