আমি কোনো যক্ষ নই তবু কেন মনে হয় নির্বাসনে আছি,
আমার বধূয়া থাকে সম্মত রক্ষিতা হয়ে দূর অলকায়--
কাকে তবে পত্র লিখি! যদিও উত্তরমেঘ দক্ষিণেও যায়
এবং এখনও বুঝি: সতত ফোটায় হুল স্মৃতির মৌমাছি।


আমার বিরহ নিয়ে কাব্য লিখে নেই আজ সেই কালিদাস--
তবু হে বিস্রস্ত মেঘ, যথাস্থানে পৌঁছে দিও আমার বারতা
অথবা তোমার কাছে আমি চাই আরো একটু বেশি উদারতা:
পারো তো ঝড়ের তেজে উড়িয়ে বাড়িতে নাও অধমের লাশ!



[কবি কালিদাস-এর ‘মেঘদূত’ কাব্যের কাহিনি যাদের জানা, তাদের কাছে কবিতাটি ভালো লাগবে মনে করি। আধুনিক কবিতায় সাহিত্য-ঐতিহ্যের ব্যবহার বাঙলা ভাষায় কম; ইংরেজি সাহিত্যে অহরহ চোখে পড়ে নিজেদেরসহ গ্রিক ঐতিহ্যের ব্যবহারও]