সোনালী নরম রোদে পাখিরা পালক শুকায়-
অদৃশ্য পরজীবীর অস্থিরতা বাড়ছে কি?
এক চোখের নিশানায়- ট্রিগারে চাপ দিয়েছ যখন;
চুপচাপ থাকা সমুচিৎ নয়।
পাখিদের আহারের খোঁজ, চুম্বক রহস্যের ভেদরেখায়।


ছোবলের তোড়ে যে ঘুম ভেঙ্গেছিল;
যৌবনের বিসর্জনে মহিমান্বিত এক ত্যাগের উপাখ্যান।
জেনে নিও, আজ তোমার ধ্বংসের খেলায়-
ব্যথিত আমি।


মিথ্যার পালক সরিয়ে কুয়োতলা; জলাধারে-
মানকচুর শক্ত পোক্ত ছায়ায় হাশুয়া চলে।
নষ্ট-অশান্তি!
অবিরত তরঙ্গে লোহিত স্রোতে প্রলেপ লাগে;
সত্যে যে প্রেম, ব্যর্থ হয়ে যাক!
পোষাকি মুক্তির মুকুটে আজ কলঙ্ক তিলক;
তার চেয়ে গুহাবাসী এক কয়দির মতো-
গৃহবন্দী ভালো।