(ভারতীয় বাংলা চলচ্চিত্রের একটি গান থেকে অনুপ্রাণিত হয়ে।)
বরফ ছুড়ির প্রহারে,রক্ত ঝড়া
শীতলতায়!
একে একে চেনা মুখ অচেনা,
আঁধারে মিশে যায়।
তোমার আকাশ ঘিরে আছে,
জোছনার মেঘ!
দিন শেষে
নাটকের সব চরিত্রই এক।
মেঘে মেঘে চলে সেই
মেঘের অন্বেষণ।
হিংসুটের বয়ান ঠিক
নিজেরা যেমন।
হৃদপদ্মে পৃথিবী জুড়ে তুমি আছো
আমার মায়াবী মায়ায়।
দয়িতা,সব কথা বলা যায় না;
কিছু কথা বুঝে নিতে হয়।
------
---