নীল জোছনার বাতাবী
লেবু ফুল
টুপটাপ শব্দে স্বচ্ছ পুকুর জলে।
তন্দ্রাচ্ছন্ন মেঘে,
কে যেন আমায় নিয়ে যেতে চায়
তেপান্তরের মাঠ।
ছোট্ট নদীর তীর ঘেষা কাঁশ ফুলে
কোন এক অষ্টাদশীর
বাড়ানো হাত
নেমে যায় ভরা যমুনায়।
ভালোবাসার স্কন্ধে স্কন্ধে
জ্বলে আমি---
আজ এক শব্দচাষী!
-------
--