আজকাল আমার
দৃষ্টিসীমার গোলমেলে
উপস্থিতি।
জল কলমির ঝোলে পুঁটিমাছ,
এক থালি সাদা ভাতেই
যথেষ্ট!
চেংমারীর দোলার শস্য ক্ষেত;
যেখানে দৃষ্টিসীমার আড়াল
থেকে
শাপলা শালুকেরা নিরাপদ আশ্রয়
খোঁজে।
চষে বেড়ায় নিরিহ কুঁচিয়া
শাবক।
আউলিয়াখানা নদীটিও
বিপন্নতার প্রতিশোধে
ফুঁসছে!
নতজানু চিন্তার আড়ালেও
থেকে যায় কিছু কথা;
অব্যক্ত!
তবে গতকালের জন্য আমি
বেঁচে নেই।
----
--