দীপ্তিময় ঝলমলে রোদ,স্বচ্ছ ধুলোর রেখায়


কৈশরের অপরিনত আবেগ উচ্ছ্বাসে নিমগ্ন!


সেই অদেখা পৃথিবীর টানে স্বপ্ন বিলাস ছিল।


কাঁচা বাঁশ কঞ্চির ''ভুট্টুকে'' পাট পাতার কার্তুজ।


কখনও কখনও হিজল ফল কিংবা জারুলে


আমাদের যুদ্ধ যুদ্ধ খেলা,নবীন ঘাসের উপর


গড়াগড়ি আর সৈনিকের সাজ-সজ্জা মিথ্যা নয়।


আমরা একেকটি সৈনিক আজ যে,চোয়াল ভাঙ্গা


অকাল বৃদ্ধের হামাগুড়ি দেই;বাঁচা মরা সমানে


সমান।সস্তা ডার্বির প্যাকেট বন্দী হলো স্বপ্ন যাত্রা!


অংকের ধারাপাতে আনারিপনাকে মেনে নিয়ে,


ট্রাজেডির এক নায়ক ভেবে সান্তনা খুঁজি এই!


তবে আমার মল্লিকা বনে শত অমনোযোগেও


ফুল ফোঁটে;বিশুদ্ধতার নিসর্গে এক মন আছে।