অকস্মাৎ ঘুম ভাঙা চোখে
জোছনার ছায়া;
পরাবাস্তবতার ভিতর যেতে যেতে
তোমাদের রচিত শব্দ সন্ত্রাসে
আমি ছিলাম নির্বাক ও
বড় একা!
ঘরে ফেরা পাখিদের
কোলাহলে
তোমাকে তো পাইনি খুঁজে সেদিন।
আজ সেই তুমি
এক নিমেষেই বাস্প জলে হাবুডুবু;
কাঁটছো সাঁতার!
পলাতকা মন নিয়ে
একদা
নিঃশব্দে আকাশে উড়েছিল শঙ্খ চিল!
তবুও বেশ বুঝতে পারি
বুমেরাং
বিষাক্ত ছোবলে তুমি আজ নীল!