শতাব্দীর পর শতাব্দী,
ফেলা আসা অতীত,
বিস্মৃতির আড়ালে ঢেকে থাকা,
ছিন্ন নদীটিও-
বোঝে নাড়ীর টান!


হঠাৎ থমকে যাওয়া
শ্যাওলার মত আঁটকে থাকি!
বেশুমার-
স্কেচ খাতা ভরে,
মেলে ধরি বেহুলার গান!


নদী ঠিক নদীকে খুঁজে নেয়;
নদী তো নদীকেই খুঁজে নেয়।
------------------


২৭;০৭;২০২২