মজলুমের নিঃশব্দ কান্নার আকাশ;
আকাশ ভারি হতে হতে একদা সশব্দে ঝরে পড়ে বৃষ্টি!
হয়তো তখন তোমার হাসিতে বরফ জমে!
তুমি তো জানো,
নৈশব্দের ভেতর ঘোর তমশার বৃষ্টিতে
কান্না লুকিয়ে রাখার চেষ্টা তো কেবল বাতুলতা মাত্র!
তুমি তো বোঝ,
এই বুকে এখন আর কোন সুগন্ধ নেই।


পঁচা সরা গন্ধে
বীভৎস পৃথিবীর এক কোণে
ঠাসাঠাসি করে
বেড়ে ওঠা পাখি;সেও তো ভালোবাসতে জানে।
হাসি মুখে বিঁধে নেয় তীর!


লোভী শিকারীরা তো জানে না ভালোবাসার ব্যাকরণ।
অকস্মাৎ তীর বিদ্ধ পাখিটি ডানা ঝাঁপটিয়ে হেসে ওঠে,
মৃত্যুকে করে আহ্বান!
পাখি তো জানে,
এর পরেই তার বুকে জেগে উঠবে গাছ।


লোভী,
নির্বোধ শিকারী তুমি--প্রকৃতির প্রতিশোধ বোঝ না?


ভুলে গেছো সেই ইতিহাস?
সেই ইতিহাস ভুলে গেছো!