হয়তো ভিক্ষা লব্ধ পণ্যের চেয়ে
ঝোলাটার ওজন একটু
বেশিই ছিল।
আজ আমি অকপটে স্বীকার করি,
এখানে বস্তা বস্তা চাল-ডাল মিলেনি,
তবে কথার বাগানেও তো
ফুঁটে ছিল কিছু ফুল।


সাদা ভাত নিত্য আহারে-
মিটিয়েছে প্রকৃতির ক্ষুধা;ফালি ফালি চিকন বেগুনে
গছি মাছ ভুনা!


পদ্মপাতার জলে নির্ঘুম
দূর পাল্লার যাত্রী আমি আর পাশে ছিলে তুমি...


তবে আজও কিছু অমীমাংসিত প্রশ্ন থেকে যায়,
জীবনের এই কাঁদা মাখামাখির বৃষ্টি কি
আর থামবে না?
তুমি কি আর আসবে না সন্ধ্যার
আসরে গাইতে;
গাছ-বৃষ্টি-লতা-পাতার সাথে!
------
---