পুরাকালের কীর্তির সেই বহুধা অলংকৃত
রূপে,বৃহন্নলার বুকে ঠাঁই নিয়েছিল যে ইতিহাস।
তখন তেলাপোকার কাছে বেঁচে থাকার শামুক দর্শন খুঁজে বেসাতি গড়েছিল তার কারবারি মন।দরজার ওপাশ হতে কে যেন ডাক দিয়ে যায়,শোনে না তো নিজের কথা নিজে...অকারণ বসন্তের খোঁজে
বেসামাল ; মনে মনে চলে তার সলুক সন্ধান!


হাঁকডাকের শাড়ির  ভাঁজে মেলেনি তার
আঁচল গোঁজার ঠাঁই!হাততালি দিয়ে তাহলে কি সে সারিয়ে তুলবে সেই মনের অসুখ?বারবার
উচ্চারিত মিথ্যাগুলো কি তাহলে সত্য হয়ে যাবে?
বদলে যাওয়া ইতিহাসে তাহলে কি আমরা
বারবার  শুধুই শূন্যতার আকাশ দেখব!
-------
---
০৭;০৯;২০২২