হায়রে শাসক, তোর কী দাপট,
গণতন্ত্রে বন্দি খপট।
কণ্ঠরোধ, স্বপ্ন চুরি,
তোর তালেতে জনতার ভুঁড়ি।
ভোটের বাক্সে নাটক খেলা,
গণমঞ্চে বিজয় মেলা।
বিরোধী মত শূণ্য কুল,
আইন মোড়কে লুকাস ভুল।
গুমের আঁধারে, খুনের কাঁটা,
ভয় দেখিয়ে লুকাস ফাটা।
স্বাধীনতা যেন শব্দমালা,
জনগণ তোর রাজত্বে হেলা।
মিডিয়ার জিভে লাগাস তালা,
বলে দিস, "সব ঠিক যে ভালা!"
ডিজিটাল আইনে ধরছ শিকল,
স্বপ্নবাজের ভেঙে ফিকল।
সময়ের এক পাল্টা ঘূর্ণি,
এই নাটকের শেষ চূর্ণি।
শাসকের দাপট ক্ষণস্থায়ী,
সত্য তবে বিশ্ব জয়ী।