এই এলো রাত অন্ধকারে আলোকিত সাদা বাঁকা চাঁদ
জোনাকির চিঁ চিঁ ডাকে দূর আকাশের তারা জ্বল মল


এ যেন এক নিরিবিলি নিরাপদ পরিবেশ
নেই কেউ বিরক্ত করিবার


আলতো শীতল হাওয়ার ছোঁয়া লেগে আসছে  গায়ে
বাস্তব্য শেষে কোমল বালিশে রাখিলাম মাথা


তাতেও যেন নেই সুখের আভাস  চোখ বাধবার চাহিলে..
আসে চিন্তামগ্ন স্বভাব, ভাবনায় আসে পুরো দিনের কর্ম কাজ


নেই তো জানা  উপশম এ রোগের
এই ভেবে রাত্রি কাটলো জেগে জেগে