ধইরা ছিলায় বুকে,
ছাইড়া গেলায় ঝুঁকে।
ধইরা ছিলায় হাত যেথায়,
ছাইড়া গেলা হেথায়।
দিন ছিল কুয়াশার
বলেছিলাম এখনো হয়নি ফর্সা,
করিলায় না ভরসা।
দিলায় না সুযোগ,
মনটা একটু বুঝুক।
করিলা একা
দিলায় না দেখা।
খাওয়াইলা মহুয়া
করিলায় মাতাল,
এখন হইলাম বেতাল।
রাত ছিল অনেক বাকি
তুমি দিলায় ফাঁকি।
কথা দিলে মুরে
দেখা হইব শীতল দীঘির তীরে।
আইলায় না সেথায়,
তোমার মনের মানুষ যেথায়।