সুখ-সুখ করে সবাই সুখী হতে চায়
আসলে সবাই কি সুখ খুঁজে পায় ?
কেউ খুঁজে ভোগে সুখ, কেউ খুঁজে বিলাসে
কেউ খুঁজে দেশে সুখ, কেউ খুঁজে প্রবাসে ।
কেউ খুঁজে নেশায় সুখ, কেউ কারো ক্ষতিতে
কেউ খুঁজে শহরে সুখ, কেউ খুঁজে পল্লীতে ।
কেউ খুঁজে নির্জনে সুখ, কেউ খুঁজে কোলাহলে
কেউ-কেউ চায় সুখ ছলে আর বলে ।
কেউ খুঁজে ক্ষমতায় সুখ, কেউ খুঁজে ধনে (সম্পদ)
আসলে আছে সুখ সততা আর জ্ঞানে ।
যে-জীবন ধার্মিক নয়, সে কি কভু সৎ হয় ?
হয় না সে সুখী ।
যে-জীবনে সততা নেই, সে-ই চির দুঃখী ।
আকাশ সমান চাহিদা তার, হয় না সব পূরণ
হা-হুতাশের মধ্যেই এসে যায় মরণ ।
সততা আর স্রষ্টায় ভক্তি, এনে দেয় আত্নতৃপ্তি
একেইতো সুখ বলে ।
বাকি সব জীবন্ত লাশ, সুখ খুঁজে মরে ।
--------০----------