একদা দিন দুপুরে-
ধরিলো জনতা এক মুরগি চোরেরে ।
কেন করিলো চুরি তাহা কেহ শুধায় নাই ।
ঘরেতে তাহার অসুস্থ শিশু, অন্ন কিনিবার টাকা নাই ।
তিন দিন হইলো কোনো কাজ নাই, সে বড়ই অভাবী ।
নিরুপায় হইয়া শেষে, করিয়াছে মুরগি চুরি ।
বুঝিলোনা মূর্খ জনতা, কি করুণ চোরের অবস্থা ?
সবে মিলে পিটাইয়া বানাইলো ছিন্ন ভিন্ন বস্তা ।
কেহ তাহার কাটিলো চুল, কেহ দিলো মুখে কালি ।
কেহ-কেহ লইয়া আসিলো,জুতার মালা কয়েক হালি ।
পরাইয়া জুতার মালা চোরেরও গলায়-
হাঁটিতে না পারিলেও জোরপূর্বক হাঁটায় ।
সহসা সেই পথে আসিলো এক ক্ষমতাশালীর গাড়ি ।
গাড়িতে বস্তাবন্দি জনতার ট্যাক্সের টাকা-কড়ি ।
রাস্ট্রের এমন অনেক টাকাই  করিয়া সে চুরি-
বানাইয়াছে অট্রালিকা, কিনিয়াছে গাড়ি ভূরি-ভূরি ।


যাইহোক
নামিয়া ক্ষমতাশালী জনতারে শুধায়-
"কি হইয়াছে এইখানে, বিস্তারিত বলো আমায় ।"
কুর্নিশ করিয়া জনতা ক্ষমতাশালীরে কহেন-
"বলিবো বিস্তারিত, আগে আমাদের সালাম জানিবেন ।
এই বেটা বেহায়া, দিন দুপুরে করিয়ছে মুরগি চুরি ।
ইচ্ছা করে কাটিয়া লই ওর সমস্ত নাড়ী-ভুরি ।"
শুনিয়া ক্ষমতাশালী জনতারে কয়-
"উত্তেজিত হইও না,
দেখি, এই বেহায়ার কত বছর সাজা দেওয়া যায় ?"
শুনিয়া মুরগি চোর আপশোস করিয়া কয়-
"কি চমৎকার সমাজ ব্যাবস্থা !
বড়-বড় চোরেরা আজ ভুখা ফুকা চোরদের সাজা দেয় ।
জনতারও অন্ধ বিবেক, দেখিতে নাহি পায়,
বড়-বড় চোরদের সালাম করে, ভুখা ফুকা চোরদের ধরিয়া পিটায় ।"
-------০০০------


রচনাকালঃ১১/১২/২০১৪ইং