জন্মে এ দেশে
ভ্যাজাল এ পরিবেশে
নিজেকে আজকাল বড় হতভাগা মনে হয় ।
কারণ, যেদিকে তাকাই
সে দিকেই দেখি-
শুধু অবিচার-অন্যায় ।


ভেবেছিলেন কাজী নজরুল-
ব্রিটিশরাই সব নষ্টের মূল ।
এ দেশ ছেড়ে তারা গেলে
হয়তো সব ঠিক হয়ে যাবে ।
কিন্তু হলো না কিছুই ঠিক ।
বরং জনতার বুকে আগুন জ্বললো-
আরো ধিক-ধিক ।
প্রয়োজন হলো ভাষা আন্দোলন
সালাম, বরকত, রফিকের মতো আরো কিছু জীবন ।


১৯৭১-এ
এ ভূ-খন্ড গেল ভরে
দেশ প্রেমিকদের রক্তে ।
তারপর হলো এ ভূ-খন্ড স্বাধীন ।
কিন্তু সাধারণ লোকেরা রয়ে গেলো আজও-
আগের মতোই পরাধীন ।


আজ কিছু দল চায় ক্ষমতায় থাকতে
কিছু দল চায় ক্ষমতায় যেতে ।
প্রত্যেকে নিজ-নিজ অবস্থানে অনড় ।
তাদের এ ঝগড়া ঝাটিতে
হিংসাত্নক রাজনীতিতে
সমাজের অবস্থাটা বড়ই নড়বড় ।


অর্থ আর ক্ষমতার গন্ধে
সমাজের রন্ধ্রে-রন্ধ্রে
প্রকাশিত সন্ত্রাস ।
তাদের বিপক্ষে গেলে
হামলা আর নির্যাতন মেলে,
জীবনের ঘটে সর্বনাশ ।


সততা আর যোগ্যতার মূল্য
সে তো অচল পয়সার তুল্য ।
আজ তার কানাকড়িও দাম নেই ।
মানুষ আজ পশু-পাখির মতো
মূল্যহীন এক প্রাণী মাত্র ।
এখানে জীবনের কোনো নিরাপত্তা নেই ।


কেউ কি নেই এই স্বাধীন বাংলায় ?
নেতৃত্ব দিবে বলো যোগ্যতা আর সততায় ।
প্রতিষ্ঠিত করবে এ দেশে নাগরিক অধিকার
রাখবেনা এখানে কোনো অন্যায়-অবিচার ।
শিশুরা হবেনা পাচার, নারীরা হবেনা ধর্ষণ
জীবনকে ছিনিয়ে নিবেনা দুর্বৃত্তরা যখন-তখন ।
      ------০০০------