যতটুকু সামর্থ্য ছিল
সবই তো উজাড় করে দিয়েছি
তবুও সেদিন বললে,
আমি নাকি তোমাকে ভালোই বাসি না।
শুধুই নাকি ন্যাকামি আর সস্তা-পচা বস্তা ভরা কবিতা,
আমি মৃদু হাসিতে অপমান ঢেকেছি নীরবে।


নাহ কোনো অভিযোগ করিনি
কোনো প্রশ্ন ও তুলিনি
কারণ, আমি জানি আমার এই অমিত্বকে।
চারিদিকে ভ্রমরের গুঞ্জন
মোহ আর সুগন্ধের ছড়াছড়ি...
সুগন্ধ ছড়িয়ে পড়ছে তোমার আকাশে বাতাসে।


প্রতিদিন জন্ম নেয় কতশত প্রেমিক পুরুষ
মোহিত সু বাসে কত শত ফুলের হয় জলাঞ্জলি
শুধু তোমারই মনোরঞ্জনে।
নাহ আমি ভেঙ্গে পড়িনি
কোনো প্রতিরোধ ও গড়িনি
শুধু চেয়ে থেকেছি নীরব চোখের ভাষাতে।


আমি চাই ঠিক এভাবেই
আমার সময় গুলো থমকে থাকুক
তোমার সু সময়ের আবরণে...
নীরবে, সংগোপনে...
আর আমার ভালোবাসা থাকুক নাহয়
তোমার সু সময়ের অন্তরালে!!!