এমনি ভাবে রাত টা কাটে এপাশ ওপাশ করে
কখনো বা বারান্দার ঐ গ্রীল টা ধরে.........;
সময়ের সাথে চলা হলো না
থমকে থাকা প্রহর গুলো তাই তো যন্ত্রণা।
দিনের আলোতে ঢাকা পরে যায় অন্তরের আগুন
রাতের অন্ধকারে হয় তার শাশ্বত প্রজ্বলন;
কোনটা সঠিক, কোনটা বেঠিক, সময় কি তা বুঝতে দেয়?
সময়ের কাছে গুলিয়ে গেছে সময়।
মাঝে মাঝে চিনতে পারছিনা নিজেকে
কে আমি ? জিজ্ঞেস করি আপন সত্তাকে;
প্রশ্ন প্রতিধ্বনিত হয়... ভেসে আসে গায়েবী আওয়াজ
দ্বিধা নিয়ে আবারও পথ চলা, এ যেন তাল মেলানো রেওয়াজ।
কোথায় বিলায়ে ফিরে পাব নিজেকে আবার ?
বড় সাধ জাগে, তবুও যদি  ফিরে আসা হয় আর একবার...
নাহ নিজেকে শুধরে নিতে নয়, ভালোবাসার পূর্ণতা পেতে
মাতামাতি হয় যদি আবার প্রাণ প্রেয়সীর প্রণয়ের সাথে সাথে ।
ভোর হয় ... সন্ধ্যা হয় ... চক্র চলা জীবন
কাজের বোঝা... সামাজিক ন্যাকামো... হাহাকার কারণ বা অকারণ;
দুঃখের সাথে ভাগাভাগি করে সুখ-শান্তি সবই থাকে শুধু প্রশান্তি নেই
কারন, আমার আমিত্ব কে বদ্‌লানো যায়না কিছুতেই।
তবুও তো বাঁচি ... কেনই বা বাঁচি আর কেই বা কাকে বাঁচায় ?
উত্তরের অপেক্ষায় থাকতে থাকতে একদিন প্রশ্ন গুলিও হারিয়ে যায়।
হারিয়ে যাই আমি ,তুমি, আমরা সবাই, ঠিক একই রকম করে
এমনি ভাবে রাত টা কাটে এপাশ ওপাশ করে
কখনো বা বারান্দার ঐ গ্রীল টা ধরে !!!