যাযাবর এই  মনটা
বাজলো ছুটির ঘন্টা  
তবুও কেন ?  
ঢং ... ঢং....আর  ঢং....!


যায় যদি যাক প্রানটা
ভাঙ্গেনা তোর পণ টা
শুধুই মনে,
রং... রং ... আর রং ।


এই জোয়ার এই ভাটা
নিরব মনে একলা হাটা
মন পিঞ্জিরায়,
জং... জং....আর জং...!


অন্তর জমিন ইটভাটা
জ্বলে-নিভে করে ধোঁয়াটা
জীবন যেন ছোট্ট একটি বল
পিং-পং ...পিং-পং...আর পিং-পং।