আমি মরতে চেয়েছিলাম
আবার নতুন করে জন্মানোর আশায়
কিন্তু মরণ আমাকে বরণ করেনি।


তাই আজও পথচলা এই জরাজীর্ণ ভগ্ন দশায়
স্বপ্ন হীন পৃথিবীতে যুগের পর যুগ ধরে।
চোখের সামনে আলোর যে কত বিবর্তন হলো
কেরোসিন, বিজলী কতশত আলো সময়ের ঘরে ঘরে।


তবুও আমি মুখ লুকিয়ে থাকি ঘোর অন্ধকারে  
চোখ দুটো কে খুব জোরে চেপে ধরে থাকি সাবধানে
যেন তোমাদের আলো এসে
আমার চোখে ঝলকানি দিতে না পারে।


আমি একদম সহ্য করতে পারছিনা
সহ্য হয়না কিছুতেই...
কি আর করা তাই মুখ লুকিয়েই থাকি
বাঁচার আশায় অথবা বাঁচানোর আশায়।


মুখ লুকিয়ে বাঁচার অভিপ্রায় খুঁজে পাই না
তাই আমি মরতে চেয়েছিলাম
কিন্তু মরণ আমাকে বরণ করেনি।