এই সব গল্প,  কবেকার সেই সাজানো পুথি।
এইসব প্রাচীর, কবেকার সেই ইট পাথরের গল্প।
এইসব মূর্তি,  কবেকার সেই কারুকার্য।
সময়ের দাবীতে সব হয়ে যায় বিলীন।
এসবের মাঝে মানুষ রেখে যায় অমরত্ব।
হয়ত অশ্বত্থ বট একদিন গিলে খাবে  প্রাচীরখানা।
মাটিতে যাবে মিশে মূর্তির কারুকার্য।
কালের গহ্বরে হারিয়ে যাবে সাজানো পুথি।
হারিয়ে যাবে সব ইতিহাসের খন্ডলিপি।
স্থাপিত হবে অস্তিত্ব রক্ষার পিরামিড।
ইতিহাস বিকৃত হয়ে হবে নতুন ইতিহাস।
শিলালিপির খন্ড খন্ড অধ্যায় রচিত হবে আবারো।
তবুও অস্তিত্বের পিরামিড পুনরাবৃত্তি ঘটিবে বারংবার।