গলির চায়ের দোকান টায় লোকে লোকারণ্য।
সবাই চিৎকার করতেছে
দোকানদার ছমির মিয়া আজ নিশ্চুপ।
গলির মাস্তান গলাফাটা মতিন আজ গলা ফাটিয়ে চিৎকার করতেছে।
বৃদ্ধ ছমির শেখ চোখে কম দেখে ;
তার চোখ আজ আনন্দে টলমল করতেছে।
রাত বারোটা বাজে তো কী হয়েছে...
আজ ও মিছিল বের হবে,
ছেলে, বুড়ো, ছোট শিশু টিও মিছিলে শামিল হবে।
সেই মিছিলের চীৎকারে গলির লোকজনের ঘুম ভেঙে যাবে।
সেই মিছিলে কেও বাঁধা দিবেনা।
একটাই শ্লোগান, বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।
কারো শ্লোগানে শুনা যাবে তামিম সাকিবের নাম,
কারো শ্লোগানের মাশরাফি, মুস্তাফিজের নাম।
আমরা ভালবাসি আমাদের দেশ কে,
আমরা ভালবাসি আমাদের দেশের ক্রিকেট কে।
প্রতি খেলা শুরু হতে শেষ,
একটাই শ্লোগান, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
দেশের পরাজয়ে আমরা কাঁদি,
জয় হলে হাসি
আমরা দেশ কে ভালবাসি
দেশের ক্রিকেট কে ভালবাসি।