জানি আমি নস্ট হয়ে গেছি!
আমি ধ্বংশ স্তুুপ এর নীচে পড়ে গেছি,
আর চিৎকার করে বলছি আমাকে বাচাও বাচাও...
কেও সাড়া দিচ্ছে না।
সবাই ব্যস্ত নিজে কে নিয়ে
আমি রোগে এতটাই জরাজীর্ণ হয়েছি,
আমার হাড্ডি কোথায় কয়টা সবাই বলে দিতে পারবে।
শতকোটি পোকামাকড় আমায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে
আমি চিৎকার করেই যাচ্ছি করেই যাচ্ছি
বাচাও বাচাও বাচাও........
কেও সাড়া দেয়না
সবাই ব্যস্ত নিজ কে নিয়ে!
নিজেকে মনে হচ্ছে আদিম যুগের মানুষ
বর্বর হয়ে যাচ্ছি,
যা কিছু দেখছি সব কিছু নতুন মনে হচ্ছে,
পৃথিবীর মানুষ গুলো কত অদ্ভুত!
অদ্ভুত তাদের চিন্তা চেতনা!
মানুষ কে নিয়ে বাড়ছে শুধু ভাবনা !
আমি মানুষ না হয়ে যদি পাখি হতাম কেমন হতো?
আমি মানুষ না হয়ে যদি নদী হতাম কেমন হতো?
আমি মানুষ না হয়ে যদি ভিন্ন গ্রহের বাসিন্দা হতাম কেমন হতো?
মিথ্যা এ জগত নিয়ে থাকতো না কোন ভাবনা।
যখন মনে যা আসতো করতে পারতাম তা।
থাকতো না কোন শূণ্যতা।
মাঝে মাঝে মনে হয় ধ্যানে বসি,
বড় বড় মহাপূরুষ ধ্যানমাধ্যমে,
জীবনের স্বার্থকতা
খুঁজে পেয়েছে,
আমি কেন পারবো না!
আমি মহাপূরুষ হতে না পারি;
আমি কাপুরুষ তো আর নই।