আমার দিনগুলো যায় একা,  
রাতগুলোও যায় একাই
মাঝে - সাঝে আবছাভাবে,
প্রিয় তোমার দেখা পাই


নদীর তলের পলির মতো,
মনে অনেক কথাই জমে গেছে.
বলতে যাওয়ার পথ না পাই,
আটকে যাই তোমার "হুম" এর বাধায়


আমার মনে আকাশে তুমি উড়তে পাখির মতো,
রোদ-বৃষ্টির বাধা পেড়িয়ে ,
দেখিয়েছো আমায় আবার বাচার আশা,
বাধিয়েছো শত-হাজারো স্বপ্ন


তোমার সাথে রাত  জেগে কতো কথা,
আমার  কষ্টে তোমার ঝরঝর করে কাদা
তোমার মায়া - তোমার আবেগে - তোমার ভালোবাসায়
আমার মন পড়েছে বাধা


তোমার জন্যই গো প্রিয়,
আমার মুখে ফিরেছে রাজ্যের হাসি,
জীবনে এসেছে গতি,
মনে এসেছে ঝড়,
সত্যিই যে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি


হঠাৎ কোথায় হারিয়ে গেলে তুমি হায়,
তুমি আছো পাশে, নাকি থেকেও নেই?
বুকের মাঝে এক আকাশ হাহাকার,
পরে গেছি প্রিয় তোমার গোলক ধাধায়


মনের মাঝে আকাশ আমার হঠাৎ করেই ফাকা,
পাখি হয়ে তুমি উড়ছো না এখন
মনের কোণের তালগাছটাতেও তুমি নেই,
কোথায় তুমি?  পাইনা কেনো তোমার দেখা?


তোমার জন্য এক সমুদ্র অপেক্ষা নিয়ে,
আমার এক আকাশ ভালোবাসা পড়ে আছে
কবে তুমি আসবে আবার ফিরে?
কবে আবার উড়বে আবার আমার মনের আকাশে?
আবার কবে বাসবে আমায় ভালো?
বলবে কথা পাশে দাঁড়িয়ে একটু মুচকি হেসে?