আমার পা ছুঁয়ে বলেছিল ভোরের শিশির
আলোকিত তোমার প্রতিটি পদক্ষেপ,
আমার চোখে চোখ রেখে ঈশানমূখী জবা
রক্তচোখে তোমার কিসের আক্ষেপ?


আমি বলেছিনু জীবনের তরে, জীবনভরই
স্বপ্নের পথে আমার অকথ্য চলন,
পরে একদিন শোনাব তোমাদের
আমার চলার পথের সব বিবরণ।


আমার মাথায় রোদ ফেলে শরতের আকাশ
পরিষ্কার তোমার প্রতিটি চিন্তন,
কানেকানে বলে ফিসফিসিয়ে নিশি
সবখানেই হোক তোমার বিচরণ।


আমি বলেছিনু, উদ্ভট চিন্তারা আজ
আমার আকাশে মেঘ করে,
ছুটেছি এবার অসীমের দিকে
ফিরছিনা আর এ মায়ার ঘরে।