আমি হয়ত অধরাই থেকে যাব
মহাকর্ষ অভিকর্ষের এই পৃথিবীতে
বলয়ের ভেতরে থেকেও আয়ত্তের বাইরে
নাগালের অন্তর্ভুক্ত অথচ দৃষ্টিসীমার দুর।


আমার বিচরণ অস্পষ্ট অস্পর্শী
নরম আলে হেটে যাওয়া কৃষকের মত
বাতাসের মৃদু ঝাপটায় ঘামের অস্তিত্ব
চোখ পড়েনা মাধ্যমের, সাধ্য নেই।


আমার আগমন বড় অসময়ে
যখন বাতাসে পোড়া মাংশের গন্ধ
পানিতে লাশ, রক্ত, জমিনে ক্ষমতা
এক নিদারুণ ইতিহাসের নিরব সাক্ষীরূপে।


আজ চোখে পড়েছে ছানি, কানে তালা
জিহ্বা লেগে গেছে তালুর সাথে
পায়ে দাসত্ব বেড়ী, রক্তে মিশে গেছে গোলামী
ব্রিটিশের, পাকিদের, নিজের ভাইয়ের।


আমি না হয় অধরাই থেকে গেলাম
সুন্দর সুশীল মানুষের পৃথিবীতে
মানুষ বলে পরিচয় নাইবা দিলাম
মনুষ্যত্বের অন্তর্ভুক্ত মানুষের হিতে।