ফেসবুকে যা রটে যায়
বাস্তবে কি তা ঘটে,
নুরের চালা থাইক্যা কয়
আছি বসুন্ধরাতে।


রাস্তার ধারে ফুটপাতে
যদি খায় রঙ চা,
স্ট্যাটাস দেয় আসমানে বইসা
খাইতাসি পিজা ।


পাবলিকে পড়ে ছাত্র সবে
প্রাইভেট  পাওয়া ভার,
এখানে সব মরমী কবি
ছেড়েছে জগত সংসার।


হাই দিয়েই কথা শুরু
বাই দিলেই শেষ,
ডাবলরাও সিঙ্গেল সেজে
জমায়ে দিছে বেশ।


ডিএসএলআর হাতে নায়ক সবে
নায়িকা পেতে অস্থির,
ফেসবুক আছে মালিক, মল্লিকার
বাড়ির কাজের ঝির।