দুঃখ তোমার ছিটিয়ে দাও মাঠে
খেয়ে যাক কিছু, সময়ের চড়ুই।
মনের জানালা খোলা এবার রাখ
রোদে পুড়ুক হতাশার সব উই।


বারান্দায় মেল তিতা যত অতীত
বাতাসে মিশুক আশটে গুমোট।
ভবিষ্যৎ সে যে বড্ড প্রপঞ্চবাজ
দেখতে চেয়োনা তার মরা মুখ।


তুমি এক অনন্য-বর্তমান মানুষ
পৃথিবী ঘুরে তোমার হাতের তালুয়।
দুশ্চিন্তার বালিশে দিওনা আর মাথা
মেল চোখ এবার সৃষ্টির আলোয়।