একটুখানি ভদ্রতা শিখাও, যেন থাকতে পারি চুপ
চেহারা আমার ছুঁয়ে দাও, যেন ধরতে পারি বহুরূপ।
কানে আমার মন্ত্র পড়, যেন চারিদিক হয় শুনশান
যত্তসব চিন্তারা পালাক, আর দুঃখেরা না পাক স্থান।


অসঙ্গতি যেন চোখে না পড়ে, সব কিছু দেখি "ঠিক"
আমি তোমার পূজাই করে যাব, তাকাবনা অন্যদিক।
আর একটু, জল দাও জিভে, যেন চাটতে পারি চরণ
তৈলবিদ্যাও শিখিয়ে দাও, আর প্রমোশনে কর বরণ।


তুমি জিজ্ঞেসিলে, "ঠিক কি না?" আমি বলব, ঠিক !
সূর্যমামামাটা, কেন জানি আজ, উঠেছে পশ্চিম দিক।
স্থলে-জলে, তুমি আমি মিলে, খুঁজব উন্নত শির
তারপর শালাদের, বুক বরাবর, ছুড়ব বিষের তীর।


আমার মগজ বেচে দিয়েছি, করোটিতে এখন গোস্ত
পৃথিবীশুদ্ধ অবাক করে, বেঈমানে-বেঈমানে হব দোস্ত
বুদ্ধিজীবী বলে, নিব তাকে দলে, সুন্দর মত যে চাটে
আমরা সুশীন, দুঃখের সিল, আঁকব সময়ের হাঁটে।