ভোরের প্রথম আলোয়
গোলাপ ফুটেছে, ফুটেছে আট'টার ফুল
কয়েক বিন্দু শিশির মেখে


আজ বৃষ্টি হবে
আজ চেনা লোকালয় থমকে গেছে,
আজ মেঘ করেছে ভীষণ


ঘন কালো মেঘ। কেউ কোথাও নেই
হঠাৎ হঠাৎ ভীষণ রাগে ফেটে উঠে
অতীতের ব্যথায় কিংবা ভবিষ্যতের গর্জনে



রাত হলে ছোট ছোট যন্ত্রনা ছুটে চলে
হৃৎপিণ্ডের দিকে,প্রবল রক্তক্ষরণ
তবু মন বলে হোক
এই যন্ত্রনা বড্ড আপন।


সকাল হ'লো ক্লান্তি,প্রশান্তি
হিমশীতল ফ্যানের শব্দ
ভোরের ইংরেজি সংবাদ
আলসেমিতে ন'টার ক্লাস মিস


মেঘগুলো উড়ে যায়
কিছু শুভ্র কিছু ঘন কালো
দীর্ঘশ্বাসের চিঠি,মিথ্যা নিশ্বাস
নীরবে মৃত আত্মা ভাসিয়ে



আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে
একটি নৌকা যুদ্ধ করে স্রোতের বিপরীতে
সমুদ্রে ঝড় উঠেছে,নৌকা দুলচ্ছে


চাঁদ উঠেছে, সমুদ্রে চাঁদের দীপ্তি
শীতল বায়ু বয়ে যায়,পৃথিবী ঘুমায়
দীর্ঘশ্বাস,নীরবতা,দীর্ঘশ্বাস


কেউ জানে না, কার কি এসে যায়?
বৃষ্টিতে শ্বাস আসুক,না-আসুক
যন্ত্রনার বৃষ্টিতে নদী,হৃৎপিণ্ডে ঝড় তোলে রোজ।



আজ মেঘ সব দেখেছে, অন্ধকারে
ভুলে যাওয়া মানুষের ছায়া হয়ে
কান্না ফিসফিস ব্যতিত নীরবে।