ছায়া হয়ে রয় শুধু
সারা বেলা জুড়ে
আঁধার নামলে উধাও
চাঁদের আলো নিষ্প্রয়োজন
নিজেই যখন চাঁদ


জানিনা ভবিষ্যত জানি সেতো নিশ্চিত
নড়বড়ে হোক শক্ত সামর্থ্য হোক
সে ব্যাকরণ জানার ভাবনারা নিষ্প্রয়োজন


সকালের ধোঁয়া উঠা চা
অলস দুপুরের নকশিকাঁথা
বিকেলের উদাস কবিতা
আন্ধার রাতের জ্যোৎস্না
মাঝরাতের যুগল তাহাজ্জুদ।


টিনের চালের ঝুমঝুম বৃষ্টি
দু-তলা বাড়ির চিলেকোঠার রদ্দুর
শীতের শিশিরে একশালে হেঁটে যাওয়া
জীবন সুন্দর জীবন সুন্দর


অশ্রু তো অমাবস্যার চাঁদ
এত সুখের বৃষ্টিতে
ভেসে গেলেও দুঃখ নেই।
জীবন সুন্দর জীবন সুন্দর।