সাদা সাদা মেঘের ভেলা ভাসে
ঐ দূর নিল আকাশে, রোদ হাসে
নদীতটে থাকা ফুলের ঘ্রাণ ছুটে
    আজ হবে স্বপ্নের যাত্রা
প্রফুল্ল মন হেসে বলে উঠে
        যাব আজ ছুটে
          দূরে বহুদূরে
যেথায় স্বর্গ নেমেছে পৃথিবীর ‘পরে।


কুলে বসে আছে মাঝি, বৈঠা হাতে
পালতোলা তরী তৈরি তবে যাবে ছুটে
হাসিমুখে মাঝি শোনায় আমায় গান
স্রোতস্বিনীর বুক ছিঁড়ে হবে স্বপ্নের অভিযান
যাওয়ার পথে কত কি হবে ভেবে ভেবে
মাঝি সুখের গল্প শোনায় থেমে থেমে
মাঝির নৌকায় হবে কি ঠাঁই- আমি ভাবি
স্বপ্নের যাত্রী কে তরীতে? সে কি আমি?
মন মাঝিরে বৈঠা দিব কত আশা ছিল
তাহলে আজ কি তা পূরণের পথে এলো।
দ্বিধা  দ্বন্দ্বে হালকা ছন্দে এক পা দু'পা চলি
যাত্রী কি আমি? এ প্রশ্ন কেমনে তারে বলি।
আকাশে চেয়ে কালো মেঘ নয়নে উঠে ভেসে
আগন্তুকের ছায়া দেখি আমি মাঝিরও আকাশে
অপরিচিত যাত্রীর সনে যাত্রা হয় শুরু
মাঝি টানে বৈঠা, বুক তার দুরু দুরু
আলতো হাসি মোর দুচোখের কোণে
বোকা ভাবনায় ছিলাম তবে
অলীক রূপকথা বুনে।


ভুল নৌকার ভুল মাঝির দেখা
ভুলের মাশুল- নদী তটে বসে একা
নিঃসঙ্গ বেদনার মুহূর্ত কাটে।
অপেক্ষায় তার মুখ ফুটে বুক ফাটে।
অপেক্ষা সঠিক সময়ে সঠিক তরীর
অপেক্ষা সফরের- মন রাঙানো মাঝির।