এ জনম কেটে বুঝি গেল
আকুল পিয়াসে তোমার,
ফিরে তবু আসে যেন
সুখের আবহে বারেবার।


সিক্ত হোক রিক্ত যত
মনে যাহা ছিল বাসনা,
পূর্ণতায় পূর্ণ হোক
যত আছে শুভ কামনা।


নিষ্ঠুর এ জগতখানি;
তবু যেন কত যে মধুর,
যারে তুমি চাহ সে যে
প্রতিক্ষায় রবে বহুদুর।


হৃদে যত কথামালা
হোক তার নিঃসঙ্কোচ প্রকাশ,
শত পাওয়ায় মিটে যেন
মনে আছে যত অভিলাষ।


জনে জনে গড়ে যারা
মায়াভরা যত সংসার,
সাঙ্গ করে চলে যাবে
ঠিকানার সেই পরপার।


আগমনে-প্রস্থানে
মিশে থাকে যত মায়াজাল,
মাঝখানে পরে থাকা
স্মৃতিগুলো লিখে রাখে
ঐ মহাকাল।


উৎসর্গঃ কবি সুলতানা শিরিনকে যার প্রেরণায় আমার লেখার হাতেখড়ি।