কোলের শিশুটি নিষ্পাপ তবু
অগ্নিতে পুরে অঙ্গার,
কারও বা পুরেছে পিতা-মাতাসহ
তিলে-তিলে গড়া সংসার।
জীবন যেখানে মরণের সম
অত্যাচারিত তারা,
ভিটে-মাটি ছেড়ে সে মানুষগুলো
হয়েছে স্বদেশ হারা।
কতকাল আর কতটা সময়
কেটে তবে হেথা আসি,
অধিকার হতে বঞ্চিত তারা
নিজ দেশে পরবাসী।
কর্তাদেরই বলি,
কত শতাব্দী কেটে গেছে
আর কতকাল গেছে চলি?
আজ কেন তারা স্বদেশ ছাড়িয়ে
পরদেশে আসে চলে?
তোরা তো তাদের বঞ্চিত করে
অবহেলা করে গেলে।
তারা তো সর্বহারা,
ইহারা তোদের ক্ষমা করিবেনা
জেনে রেখ আজ তোরা।
হে মহাপ্রজ্ঞা,
তুমি চক্ষু খুলিয়া দেখ,
ঘর-বাড়ি হারা এমানুষ গুলো
দুঃখ ভুলিবে না'ক।
আমার এ চিত্ত বাঁধ মানে না যে
বন্ধনহারা আমি,
বিধাতা আমার শৃঙ্খল ভেঙ্গে
মুক্ত কর হে তুমি।
মানুষের এই লাঞ্চনাগুলো
কেমনে সহিতে পারি,
চারিদিকে শুধু ক্রন্দন শুনে
হৃদয় হয়েছে ভারী।
এ ধরায় বুঝি নরক এসেছে নেমে,
বিশ্বটা আজ মহাসংকটে
মানবতা গেছে থেমে।
হে শ্রষ্টা,
তুমি কি সব সৃৃজিলে
এই ধরণীর মাঝে,
মানবরুপী দানবেরা দেখ
মানুষের মত সাজে।
মানুষের বেশে মানবতা এরা
করেছে ভুলুন্ঠিত,
বিশ্ব বিবেক নিশ্চুপ হয়ে
তামাশা দেখছে কত।
"অহিংসা নাকি পরম ধর্ম"
বুদ্ধ গিয়াছে বলে,
মানুষেরে এরা তুচ্ছ করিছে
তোঁরি ধর্মের ছলে।
তুমি কি কভু মিথ্যে বলেছ
হাজার বর্ষ আগে?
তোমার দেখানো পথটাকে এরা
কেমন করিয়া ত্যাগে?
তোমার কথিত সেই বাণী সেই
তোমাদেরি কাছে মিছে,
বাড়িয়া চলিছে হিংসা-বিদ্বেষ
বাণীটা পরেছে পিছে।
আমার এদেশটা আকারে ক্ষুদ্র
মানুষে পূর্ণ অতি,
ফেরাও তোদের এ মানুষগুলো
দিয়ে তারে স্বীকৃতি।


২৫ আগস্ট, ২০১৮