পতনঅভ্যুদয় বিদায়ের যাত্রী
ওগো বন্ধু, আমি তারই শরনার্থী
আমি বিদায়যাত্রী।


নিত্য কালের বহমান যাত্রায়
অসহায় আমি অতিমাত্রায়।
দ্রুতপদে বাহিত ক্ষণে
তাল মিলাইতে তারই সনে।
অপারগতা করিতে স্বীকার
বাধ্য হইয়াছে চিত্ত আমার।
স্বল্প ক্ষণ, আর ব্যার্থতায় পুর্ণ রাত্রি
আমি বিদায় যাত্রী
ওগো বন্ধু, আমি বিদায় যাত্রী।  
চতুর্দিগস্থ নীতিবেড়াজালে
সময়ের নিষ্ঠুর চলাচলে,
পদবন্ধন শক্ত বাঁধায়
অবরুদ্ধ আত্তা চতুর্দেয়ালন্তে ঝিমায়।
চলিতে যখন ব্যার্থ এই মানবের ভিড়ে
সংসার তোয়াগী কবরের তীরে।
বিদায় দাও, এ বিদায় যাত্রীরে
ওগো বন্ধু, হাতখানি ছেড়োনা এ তিমির রাত্তিরে।