বৃষ্টি নামে বৃষ্টি নামে কালো মেঘ ফুরে
বৃষ্টি নামে বৃষ্টি নামে আকাশের বুক চিরে ।
বৃষ্টি নামে বৃষ্টি নামে এখন বর্ষাকাল
থৈ থৈ করে পুকুর,বিল,খাল ।
বৃষ্টির জলে ডোবে নতুন ধান
গাছপালা ফিরে পায় আবার নতুন প্রান ।
পথঘাট চারিদিকে কাদায় কাদাময়
ছাতা ছাড়া বের হওয়া কষ্টসাধ্য হয় ।
আকাশ যেন মনে হয় একপাত্র ছাই
তা ও যে কখন পরবে গলে তার ঠিক নাই ।
সকালেও যেন সন্ধ্যা মনে হয়
মেঘলা আকাশে সকাল সন্ধ্যা তফাৎ না রয় ।
বাচ্চারা স্কুল ছেড়ে বসে থাকে ঘরে
কাদায় মাখামাখি করে বৃষ্টির পরে ।
বাড়ির কর্তারা ঘরে থাকে শুয়ে
গরিবের সময় কাটে দুর্ভোগের মধ্য দিয়ে।
বৃষ্টি নামে বৃষ্টি নামে গেয়ে ঝমঝম গান
ঘরে ঘরে একই ধ্বনি খিচুড়ি মুড়ি আনরে আন ।
কখনো জোরে কখনো ধীরে
কখনো সারাটি দিন কাটে ঘরের ভিতরে ।
বৃষ্টি নামে বৃষ্টি নামে সবুজ ঘাসের পরে
একটু রোদের কিরণ লেগে চকচক করে ।
সাফ করে পরিবেশ প্রকৃতি
সেই সাথে গরমেরও হয় ইতি ।
কাঠফাটা রোদের ক্লান্তি দূর করে
আকাশে বৃষ্টি আবার আসে ফিরে ।